ছবি সংগ্রহীত
রাজশাহীর পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে আবারও ঘটেছে রেললাইন ভেঙে যাওয়ার ঘটনা। রবিবার (১৩ এপ্রিল) ভোররাতে এই ভাঙা রেললাইন দিয়েই চলাচল করেছে দুটি আন্তঃনগর ট্রেন—রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস এবং চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস।
স্থানীয়রা জানান, ভোরবেলায় রেললাইনটি ভাঙা অবস্থায় থাকলেও ট্রেন চলাচল থামেনি। পরে পথচারীরা ভাঙা অংশটি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে সকাল ৮টার দিকে রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে।
ঘটনার বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব বলেন, ‘লাইন ফেটে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খবর পাওয়ার পরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।’
তবে স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই স্থানে রেললাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল এবং তখনও তা মেরামত করা হয়েছিল। তা সত্ত্বেও আবার একই জায়গায় সমস্যা তৈরি হওয়ায় রেলওয়ের দায়িত্বে গাফিলতির প্রশ্ন উঠেছে।
নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা বলছেন, রেললাইন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ, যার নিরাপত্তা নিশ্চিত করা রেলওয়ের দায়িত্বের মধ্যে পড়ে।
নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে বারবার একই স্থানে ভাঙনের কারণ অনুসন্ধান এবং টেকসই মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News