ছবি সংগ্রহীত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের এলাঙ্গী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত চৈতন্য পাল ফাজিলপুর গ্রামের বাসিন্দা এবং কার্তিক পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলা ভর্তি ভ্যান নিয়ে ফাজিলপুর গ্রাম থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন চৈতন্য পাল। এলাঙ্গী গ্রামের মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর ছিটকে পড়ে যান চৈতন্য পাল এবং বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ছুটে এসে তাকে উদ্ধার করতে গেলে দেখেন ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা জানান, চৈতন্য পাল একজন পরিশ্রমী ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো এদিনও সকালে কলা নিয়ে বাজারে যাচ্ছিলেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, ঘাতক বাসটিকে শনাক্ত ও আটক করার জন্য কাজ শুরু করেছে পুলিশ।
এদিকে, ঘটনার পর স্থানীয়রা দুর্ঘটনাস্থলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সচেতন মহল মনে করছেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ এবং আইন প্রয়োগে কঠোরতা না আনলে এ ধরনের দুর্ঘটনা প্রতিদিনই ঘটতে থাকবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News