ছবি সংগ্রহীত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেলো এক অজ্ঞাত বৃদ্ধের। নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মীরা বাড়ির সামনে শনিবার (১২ এপ্রিল) রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধ। তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয় কেউ তাকে চিনতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর মরদেহটি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
স্থানীয় পুলিশ জানায়, শনিবার গভীর রাতে এক মোটরযান তাকে চাপা দেয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এদিকে এখন পর্যন্ত নিহত ব্যক্তির কোনো আত্মীয়-পরিজনের খোঁজ পাওয়া যায়নি। তাকে শনাক্ত করা বা পরিবারের সন্ধান পাওয়া পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ওসি বলেন, "আমরা নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কেউ যদি তাকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।"
নিহতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সবাইকে তথ্য জানাতে অনুরোধ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, ছবি ও তথ্য বেশি বেশি করে শেয়ার করা হলে হয়তো তার পরিবার তাকে খুঁজে পাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News