ছবি সংগ্রহীত
ঝালকাঠির রাজাপুরে বিএনপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধর এবং অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী যুবদল নেতা মো. হালিম গাজী সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান।
১৩ এপ্রিল, রোববার, ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক লিখিত বক্তব্যে হালিম গাজী বলেন, ১১ এপ্রিল রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন যুবদলের একটি মতবিনিময় সভায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এর পর তাকে মাদরাসার লাইব্রেরিতে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া তাকে দুই ঘণ্টা অবরুদ্ধও রাখা হয়।
তিনি অভিযোগ করেন, এই ঘটনার পর প্রধান অতিথি রফিকুল ইসলাম জামালের কাছে অভিযোগ জানালে তিনি তার অভিযোগ আমলে না নিয়ে নাসিম আকনের পক্ষ নিয়ে হুমকি দেন। হালিম গাজী আরও দাবি করেন, নাসিম আকন ও তার অনুসারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় যুবদল নেতার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি করা হয়েছে।
এখন পর্যন্ত রাজাপুরের আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News