ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপির মহাসমাবেশ ও পৃথক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক মন্ত্রী, উপদেষ্টা, এমপি ও সামরিক কর্মকর্তাসহ অন্তত ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
একই দিনে ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে রিটন উদ্দিন হত্যা মামলায় একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে রাসেল হত্যা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত।
অন্যদিকে, **পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের মহাসমাবেশে গণ অধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে গুলিবিদ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহাইলকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
২০২৩ সালের ২১ জুলাই, রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রনেতা সাজেদুর রহমান ওমর গুলিবিদ্ধ হন। পরে ২৪ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা করেন সৈয়দ তানভীর আহমেদ।
একইভাবে, ২৮ অক্টোবরের মহাসমাবেশে গণ অধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মন গুলিবিদ্ধ হন। হামলার অভিযোগে ২৯ এপ্রিল পল্টন থানায় মামলা করেন তিনি, যাতে শেখ হাসিনাসহ মোট ২৪৫ জনকে আসামি করা হয়।
এছাড়া, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা এলাকায় রিটন উদ্দিন ও রাসেল নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এসব মামলার তদন্ত করছে পিবিআই ও পল্টন থানা পুলিশ।
এদিন মোহাম্মদপুর থানার এক হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ কা ম সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এছাড়া রমজান মিয়া জীবন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে পল্টন থানায় গ্রেপ্তার দেখানো হয়।
এইসব মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিরোধী আন্দোলন ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে গণআন্দোলনে দমন-পীড়নের অভিযোগ। সাবেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদধারী ব্যক্তিদের এইভাবে একাধিক মামলায় রিমান্ডে নেওয়ার ঘটনা বাংলাদেশের বিচার ইতিহাসে বিরল নজির হিসেবেও উল্লেখ করছেন বিশ্লেষকরা।
আইনজীবী মহল মনে করছে, এসব মামলার বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা না হলে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েও দেখতে পারে সাধারণ মানুষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News