ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:43 AM, 09 July 2025.
Digital Solutions Ltd

মানবতাবিরোধী অপরাধে: শেখ হাসিনাসহ তিনজনের অভিযোগ গঠনের শুনানি আজ

Publish : 02:43 AM, 09 July 2025.
মানবতাবিরোধী অপরাধে: শেখ হাসিনাসহ তিনজনের অভিযোগ গঠনের শুনানি আজ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার (৭ জুলাই) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।

এদিন রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা আসামিপক্ষের পক্ষে শুনানি উপস্থাপন করবেন। এরইমধ্যে গ্রেফতার দেখানো একমাত্র আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন-কে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ১ জুলাই আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আবেদন জানানো হয়।

এরও আগে ১২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে অভিযোগের রিপোর্ট দাখিল করে।

সেই প্রতিবেদনের ভিত্তিতে ১ জুন ট্রাইব্যুনাল এই মামলার প্রাথমিক অভিযোগ আমলে নেন।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে চলমান ছাত্র-জনতার গণআন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ১ হাজার ৪০০ জন নিরস্ত্র নাগরিককে হত্যার পেছনে এই তিনজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় ব্যক্তির ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ রয়েছে।

তারা কেবল নির্দেশনাই দেননি, বরং যৌথ অপরাধ সংঘটনে জড়িত থাকার (Joint Criminal Enterprise) প্রমাণও প্রসিকিউশনের দাখিল করা তথ্যে উঠে এসেছে বলে দাবি।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া রাষ্ট্র নিযুক্ত ডিফেন্সের মাধ্যমে চলবে। তবে ট্রাইব্যুনাল চাইলে তাদের ‘এবসেন্টিয়া ট্রায়াল’-এর আওতায় অভিযুক্ত করতে পারে, যা আন্তর্জাতিক আইনের আওতায় স্বীকৃত পদ্ধতি।

এ মামলার অন্যতম আলোচিত দিক হলো— অভিযোগগুলোর মূল বিষয়বস্তু রাষ্ট্রীয় দমন-পীড়নের নির্দেশনা, গণহত্যার উস্কানি ও তার বাস্তব বাস্তবায়নে শীর্ষ নেতৃত্বের সম্পৃক্ততা।

প্রসঙ্গত, এই মামলায় যদি অভিযোগ গঠন হয়, তাহলে এটাই হবে বাংলাদেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধে প্রথম আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া।

এদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহলের নজরও রয়েছে মামলাটির দিকে।

অনেকে এটিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন এক অধ্যায়ের সূচনা বলে মনে করছেন।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়