ছবি সংগৃহীত
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার আত্মপক্ষ সমর্থন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৪ জুলাই ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন। এদিন আত্মপক্ষ শুনানির দিন ধার্য থাকলেও তামিমা আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।
মামলার প্রেক্ষাপটে জানা গেছে, এটি আগে বিচারাধীন ছিল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে। গত ২৮ এপ্রিল আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান–এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন। অভিযোগে বলা হয়, বিচারাধীন অবস্থায় ইসরাত হাসান গণমাধ্যমে মন্তব্য করেন যে “নাসির হোসেন ব্যভিচার করে তামিমাকে নিয়ে গেছেন”—যা বিচারাধীন বিষয়ে মন্তব্য হিসেবে আদালতের দৃষ্টিতে আপত্তিকর।
অপরদিকে, বাদীপক্ষের দাবি ছিল, আসামিপক্ষের আইনজীবী পূর্বে এই মামলাতেই বাদীপক্ষে ছিলেন, ফলে এখন তিনি আসামিপক্ষে থাকতে পারেন না।
শুনানিকালে আদালত বলেন, “উভয় পক্ষের আবেদন করার অধিকার আছে। তবে আদালতের সময় সীমিত, একটি মামলায় এত সময় ব্যয় করলে অন্য মামলায় প্রভাব পড়ে।” এরপর আদালত মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) নিকট বদলির নির্দেশ দেন।
এই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে গত ১৬ এপ্রিল। মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালে রাকিব ও তামিমার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু বৈবাহিক সম্পর্ক চলাকালীনই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বিবাহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাকিব ঘটনাটি জানতে পারেন।
রাকিবের দাবি, নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন এবং তাদের এ সম্পর্ক অনৈতিক ও রাষ্ট্রীয় ও ধর্মীয় আইনের পরিপন্থী। এমন ঘটনায় রাকিব ও তার সন্তান চরম মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন এবং তার সামাজিক অবস্থান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন। তবে মামলায় তামিমার মা সুমি আক্তার-কে অব্যাহতি দেওয়া হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News