ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
আজ সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ শুনানি শুরু হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই শুনানি গ্রহণ করবে। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, আর প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ও তার টিম শুনানিতে অংশ নেবেন।
গত ২০২৪ সালের জুলাই-আগস্টে ‘জুলাই গণহত্যা’র সময় গণআন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড চালানো হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় দেশের ভেতরে ও বাইরে তৈরি হয় ব্যাপক প্রতিক্রিয়া। আন্দোলনে প্রাণ হারায় প্রায় দেড় হাজার মানুষ।
এই গণহত্যার পরিকল্পনা, অনুমোদন ও বাস্তবায়নের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ ৪৬ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষ করতে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল দুই মাসের সময়সীমা নির্ধারণ করে দেন।
১৭ জুন ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেয়। এরপর ২৩ জুন দেশের দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে অনুপস্থিতিতেই বিচার চলবে।
অন্যদিকে মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির রয়েছেন।
প্রসিকিউশনের দাবি, গত বছর চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে সরকার পুলিশ ও প্রশাসনকে হত্যার নির্দেশ দেয়। এতে টার্গেট করা হয় নিরস্ত্র ছাত্র, শিক্ষক ও সাধারণ জনগণকে। ঢাকার রাজু ভাস্কর্য, টিএসসি ও আশপাশের এলাকায় হয় নির্বিচার গুলি, পুড়িয়ে মারা হয় আন্দোলনকারীদের।
এই ঘটনাকে ‘জাতীয় ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এই বিচার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সরব তত্ত্বাবধানেও রয়েছে।
আজকের শুনানিতে অভিযোগ গঠন হলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং এটাই হবে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যা সংক্রান্ত আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়ার সূচনা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News