ছবি সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সংসদ নেতা শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ড. শফিক সিদ্দিক এবং তার ছোট ভাই তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগের তদন্তের মধ্যে চাঞ্চল্যকর মোড় নিয়েছে ঘটনা।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এক আদেশে তাদের গাজীপুর সদরে অবস্থিত জমিসহ একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দিয়েছেন। বুধবার (২ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বিচারক মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই আবেদনটি দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান চলমান থাকাকালেই তথ্য পাওয়া যায়, অভিযুক্তরা তাদের স্থাবর সম্পত্তি বিক্রি বা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। এতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে অনুসন্ধানকে বাধাহীন রাখতে এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে সম্পত্তি ক্রোকের প্রয়োজনীয়তা দেখা দেয়। আদালত তা বিবেচনায় নিয়ে প্রায় ১৫ কোটি টাকার মূল্যমানের সম্পদ—একটি ১০ তলা ভবনসহ গাজীপুর সদরের জমি ক্রোকের নির্দেশ দেন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা যেন এসব সম্পদ অন্য কোনোভাবে হস্তান্তর বা বেহাত করতে না পারেন, সেটি নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ।
শফিক সিদ্দিক একজন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুদকের কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পদের স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলো ক্রমাগত উঠছে, এই পদক্ষেপ সেই আলোচনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News