ছবি সংগৃহীত
রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে দেন।
এদিন আদালতে নুরুল হুদার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজিব। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত সন্তুষ্ট না হয়ে জামিন না মঞ্জুর করেন।
আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, “আদালত তার জামিন না মঞ্জুর করেছেন। তবে কি ভিত্তিতে আদেশটি দিয়েছেন, তা পূর্ণাঙ্গ কপি হাতে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
এর আগে গতকাল, দুই দফায় আট দিনের রিমান্ড শেষে আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল হুদা। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে ‘ভোট ডাকাতি, জালিয়াতি ও প্রহসনের’ অভিযোগে বিএনপির নেতা মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় ২২ জুন এ মামলা করেন। আসামির তালিকায় রয়েছেন বর্তমান ও সাবেক আইজিপিসহ মোট ২৪ জন।
মামলায় উল্লেখ করা হয়, সিইসি হিসেবে দায়িত্ব পালনকালে নুরুল হুদা সংবিধান লঙ্ঘন করে সরকারের পক্ষে কাজ করেন। নির্বাচনকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, অপহরণ, গুম-খুন ও গণগ্রেপ্তারের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করেন।
এছাড়াও ভোটে হস্তক্ষেপ করে প্রভাব বিস্তার, কারচুপির মাধ্যমে অজনপ্রিয় প্রার্থীদের বিজয়ী ঘোষণা, এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করার অভিযোগ আনা হয়।
মামলার পরপরই উত্তরা থেকে নুরুল হুদাকে আটক করে বিক্ষুব্ধ জনতা। সেসময় তাকে ঘিরে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয় এবং কেউ কেউ ফেসবুকে লাইভ সম্প্রচারও করেন।
২৩ জুন তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৫ জুন মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।
এই মামলাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, এটা বিচারহীনতার সংস্কৃতির ফল, আবার কেউ বলছেন—রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।
তবে আদালত এখন পর্যন্ত বিষয়টিকে ফৌজদারি মামলার স্বাভাবিক প্রক্রিয়াতেই দেখছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News