ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:04 AM, 01 July 2025.
Digital Solutions Ltd

বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা: যোগদানের দিন থেকে গণনার রুল জারি

Publish : 02:04 AM, 01 July 2025.
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা: যোগদানের দিন থেকে গণনার রুল জারি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরির জ্যেষ্ঠতা (সেনিয়রিটি) এমপিওভুক্তির তারিখ থেকে নয়, প্রথম যোগদানের তারিখ থেকে গণনা করার নির্দেশ কেন দেওয়া হবে না—এই প্রশ্নে হাইকোর্ট রুল জারি করেছেন।

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১ জুলাই) এই রুল দেন। রিটকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ জন শিক্ষক চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের দিন থেকে গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

কারণ, বর্তমানে এমপিওভুক্তির তারিখ থেকে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়, যা তাদের প্রথম চাকরি শুরু হওয়ার তারিখ থেকে মিলছে না।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ বলেন,

"বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির তারিখ থেকে গণনা করা হচ্ছে, অথচ দেশের অন্যান্য চাকরিজীবীর ক্ষেত্রে যোগদানের প্রথম দিন থেকেই কর্মকাল গণনা শুরু হয়।"

তিনি আরও জানান,

"এই পার্থক্য বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। এ কারণে দীর্ঘদিনের বৈষম্য নিরসনের জন্য এই রিট দায়ের করা হয়েছিল।"

আইনজীবীর মতে, এই রুল শোনার পরেই বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের জ্যেষ্ঠতা সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

এ ছাড়া, এটি শিক্ষকদের চাকরির মর্যাদা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতেও সহায়ক হবে।

রুলের নিকটবর্তী সময়ে শুনানি অনুষ্ঠিত হবে। এরপর আদালত সিদ্ধান্ত প্রদান করবেন—কবে থেকে বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা গণনা হবে প্রথম যোগদানের তারিখ থেকে কি না।

এদিকে, শিক্ষকদের মধ্যে আশা জেগেছে যে, দীর্ঘদিনের বৈষম্য দূর করে তারা অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতোই মর্যাদা পেতে যাচ্ছেন।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়