ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 12:06 AM, 09 April 2025.
Digital Solutions Ltd

রেখার শুটিং ফ্লোরে বন্দুক হাতে ঢুকে পড়েছিল ভক্ত, অঘটন থেকে রক্ষা পেলেন অভিনেত্রী

Publish : 12:06 AM, 09 April 2025.
রেখার শুটিং ফ্লোরে বন্দুক হাতে ঢুকে পড়েছিল ভক্ত, অঘটন থেকে রক্ষা পেলেন অভিনেত্রী

রেখার শুটিং ফ্লোরে বন্দুক হাতে ঢুকে পড়েছিল ভক্তঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার রূপ এবং গুণের চর্চা এখনো হয়ে থাকে। তবে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম জীবন, সর্বদাই ছিল এক রহস্যময় আলোচনার বিষয়। এবং সেই রহস্যময় জীবনেই এক সময় ঘটে যায় একটি ভয়ানক ঘটনা, যা এখনো অনেকের মনে রয়ে গেছে।

সময়টা ছিল আশির দশক, এবং ঘটনাটি ঘটে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি উমরাও জান-এর শুটিং ফ্লোরে। ছবির শুটিং চলছিল লখনউয়ের একটি বাড়িতে, যেখানে রেখা ও ফারুক শেখের একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং হচ্ছিল। হঠাৎ করেই, শুটিংয়ের মাঝখানে এক বিশাল তুমুল চিৎকার শুনতে পান পরিচালক মুজ্জাফর আলি। জানলা দিয়ে বাইরে কিছু লোকের সমাগমও দেখা যায়। পরিস্থিতি সামলানোর জন্য তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, এবং শুটিং আবার শুরু হয়।

কিন্তু শুটিং চলাকালীন হঠাৎ করে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ঘরের মধ্যে বন্দুক হাতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। তার হাতে ছিল একে-৪৭ রাইফেল, এবং সে সরাসরি রেখার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে ছিল। ফারুক শেখ, রেখা এবং পরিচালক সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু ভাগ্য ভালো, যে সময় এ ঘটনা ঘটছিল, নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছান এবং ওই যুবককে আটক করে ফেলেন।

পরে জানা যায়, ওই যুবক ছিলেন রেখার এক অন্ধ ভক্ত, যিনি রেখার সঙ্গে ফারুক শেখের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং শুনে ব্যাপক উত্তেজিত হয়ে ছিলেন। সে নিজেকে রেখার প্রেমিক দাবি করে ঘটনাস্থলে হাজির হয়। এই ঘটনার পর, শুটিং অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়।

এই বিস্ময়কর ঘটনা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ফারুক শেখ। তিনি বলেন, "এটি ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত। আমরা ভেবেছিলাম, কিছু অঘটন ঘটতে যাচ্ছে।" উমরাও জান ছবিটি বক্স অফিসে খুব বেশি সাফল্য না পেলেও, চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এবং রেখার অভিনয় ছিল বিশেষভাবে প্রশংসিত।

এ ঘটনা প্রমাণ করে দেয় যে, তার ব্যক্তিগত জীবন বা প্রেমিক সম্পর্কের কৌতূহল অনেকেই বুঝে উঠতে পারেন না এবং এমন ঘটনা মাঝে মাঝে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। রেখার প্রতি তার ভক্তদের এই অন্ধ ভালোবাসা কখনো কখনো অতি উত্তেজনা এবং অযৌক্তিক পদক্ষেপে পরিণত হতে পারে, যেটি অবশ্যই তার নিরাপত্তার জন্য বিপজ্জনক।

এটাই ছিল উমরাও জান ছবির শুটিং ফ্লোরে ঘটে যাওয়া এক অবাক করা ঘটনা। রেখার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি যেন ভবিষ্যতে না হয়, সে বিষয়ে সকলেই সতর্ক থাকবেন এমনটাই আশা করা যায়।

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিশ্বকাপ নিশ্চিতের পথে বাংলাদেশ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু শিরোনাম চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১, বিদেশি অস্ত্র উদ্ধার শিরোনাম শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ‘ভেজাল পনির’ বিতর্ক, তরী রেস্তোরাঁর প্রতিক্রিয়া শিরোনাম শাহে আলম মুরাদ গ্রেপ্তার: আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে একাধিক মামলা শিরোনাম ভারতে ৫০ বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলায় উত্তাল হরিয়ানা শিরোনাম সংশোধিত ওয়াক্ফ আইন নিয়ে মমতা-মোদি টানাপোড়েন