ছবি সংগৃহীত
চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি আবারো ভিন্নরূপে নজর কাড়লেন ভক্ত-অনুরাগীদের মাঝে। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ফটোশুটে নিজেকে সাজিয়েছেন ঝলমলে বেনারসি ঘরানার কনে সাজে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
এই ফটোশুটে দীঘিকে দেখা গেছে পরিপাটি কনের পোশাকে, মাথায় ঝকঝকে টিকলি, কানে ঝুমকা, গলায় হার ও হাতে রঙিন চুড়ি পরিহিত অবস্থায়। চোখ-মুখে বরাবরের মতোই বোল্ড মেকআপের ছোঁয়া দিয়ে তিনি সত্যিই যেন এক রাজকীয় রূপে দর্শকদের মুগ্ধ করেছেন।
নেটিজেনদের মধ্যে এই কনে সাজ নিয়ে প্রশ্ন উঠেছে—“দীঘি কি বিয়ে করতে চলেছেন?” যদিও এটি শুধুমাত্র একটি ফটোশুট এবং দীঘির নিজস্ব স্টাইলের অংশ। অনেকেই তাদের মন্তব্যে জানিয়েছেন, “এই রূপে যেন বাস্তবেও দীঘিকে দেখা যায়।”
অভিনয়ের পাশাপাশি দীঘি তার লুক ও স্টাইল নিয়েও সচেতন। সম্প্রতি তিনি অভিনীত ‘জংলি’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে, যেখানে তিনি নায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন। যদিও আপাতত নতুন কোনো সিনেমায় তার দেখা মেলেনি, তবে তার হাতে রয়েছে কিছু নতুন প্রজেক্ট।
দীঘির এই কনে রূপের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা উৎসাহ ও ভালোবাসায় ভাসছেন। অনেকে তাদের প্রিয় নায়িকার নতুন রূপে মুগ্ধ হওয়ার পাশাপাশি তার আগামীর কাজের জন্য শুভকামনা জানাচ্ছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News