ছবি সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির। নিজের সহজাত অভিনয় আর মনকাড়া উপস্থিতি দিয়ে ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কাজের ব্যস্ততা থাকলেও মাঝেমধ্যেই স্মৃতির পাতায় ভেসে ওঠে শৈশবের সেই বরিশাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরোনো দিনের কথা, পছন্দের জায়গা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন এই গ্ল্যামারকন্যা।
স্মৃতিচারণ করতে গিয়ে সাফা বলেন, “আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে, বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। তখন নানু বাড়ি ছিল ওখানে। এখন তারা নেই, এজন্য আর যাওয়া হয় না। কিন্তু বরিশাল সব সময় আমার জন্য এক আবেগের জায়গা হয়ে আছে।”
বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি রয়েছে তার গভীর টান। সাফার ভাষায়, “বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তবে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে পেয়ারা বাগান। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা—নৌকায় করে পেয়ারা বিক্রি হয়, আর চারপাশে তাকালেই শুধু পেয়ারা আর পেয়ারা। নৌকায় যেতে যেতে বাগানগুলো দেখা যায়, এই দৃশ্যটা আমাকে সব সময় মুগ্ধ করে।”
অভিনয়ের শুরু প্রসঙ্গে সাফা বলেন, “যেখান থেকে আমার যাত্রা শুরু, সেটা ছিল এক ম্যাজিকাল প্রোডাকশন। তখন কখনো ভাবিনি আমি অভিনেত্রী হবো। কিন্তু কাজের মাধ্যমে মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, তা আমাকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে।”
ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “নিজেকে আগামী পাঁচ বছরে এখন যেখানে আছি, তার থেকেও বড় জায়গায় দেখতে চাই। চাই, আমার ঝুলিতে আরও ভালো ভালো কাজ থাকুক—যেগুলো দর্শক মনে রাখে, আলোচনা করে। শুধু দেশে নয়, দেশের বাইরে গিয়েও ভালো কাজ করতে চাই।”
এ সময় তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি চাই দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে, কাজের মাধ্যমে।”
স্মৃতি, আবেগ আর স্বপ্ন নিয়ে আগামীর পথে হাঁটছেন সাফা কবির—একজন শিল্পী যিনি নিজের সরলতা ও অভিনয়ের গভীরতা দিয়ে ধীরে ধীরে হয়ে উঠছেন এই প্রজন্মের অন্যতম প্রেরণা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News