ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:04 AM, 01 July 2025.
Digital Solutions Ltd

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রী মাহির ভাইয়ের

Publish : 02:04 AM, 01 July 2025.
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রী মাহির ভাইয়ের

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

একটি সড়ক দুর্ঘটনা বদলে দিল সবকিছু। প্রাণ হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির ভাই আবু সাহেদ রাসেল। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে মাহির পরিবারে, পাশাপাশি দেশজুড়ে উঠেছে মানবতা ও স্বাস্থ্যসেবার ব্যর্থতার প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৮ জুন) রাতে। বন্ধুর বিয়েতে যোগ দিতে ফেনী গিয়েছিলেন রাসেল। সেখান থেকে ঢাকা ফেরার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নোহা ব্র্যান্ডের একটি গাড়ি রাসেলকে পেছন থেকে কয়েকবার ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর গাড়িটি পানিতে পড়ে যায়।

প্রায় ১৫ মিনিট পর দুই পথচারী সাহস করে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে রাসেলকে উদ্ধার করেন। কিন্তু তখনই সামনে আসে আরেক নির্মম বাস্তবতা—দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র।

মাহি ফেসবুকে জানান, রাসেলকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়। কারণ জানতে চাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ নাকি জানতে চেয়েছিল, “এ কে? কোথা থেকে এসেছে? বিল দেবে তো?”

একজন মৃত্যুপথযাত্রী মানুষকে নিয়ে এমন হিসাবের মধ্যে পড়তে হবে—এ কথা মানতে পারছেন না মাহি।

তার ভাষায়, “একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না। এরপর সরকারি হাসপাতালে নেওয়া হলেও, সেখানকার ব্যবস্থাপনাও ছিল অগোছালো। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পায়নি আমার ভাই।”

সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়বিদারক স্ট্যাটাসে মাহি লিখেছেন,

"ওরা আমার ভাইকে মেরে ফেলল। আর আমরা কিছুই করতে পারলাম না।"

এরপর আরেক স্ট্যাটাসে জানান, রাসেল আসলে তার কাজিন হলেও দীর্ঘদিন ধরে তাদের বাসায় থেকে বড় হয়েছেন।

"একটা দুর্ঘটনা সব কেড়ে নিল। আমি শুধু চাই—কেউ যেন আর এভাবে না হারায় তার প্রিয়জনকে।"

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে মাহি আরও লিখেছেন,

"একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর কেউ দাঁড়ায় না! এ কেমন মানবতা? আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সঙ্গে এমন হোক। আজকে আমার ভাই, কাল আপনার।"

দুঃখজনক হলেও সত্য, রাসেলকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। মাহি বলেন,

"পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। কোন গাড়ি, কী গাড়ি, কেউ জানে না। আর আমরা চাইনি তার দেহ কাটাছেঁড়া হোক, তাই পোস্টমর্টেমও করানো হয়নি।"

সেই কারণে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়