ছবি সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খান চলতি বছরে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বছরের শুরুতে নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার পর এবার ভারতের আদালত থেকে বড় ধাক্কা পেয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের হাইকোর্ট গত শুক্রবার সাইফ আলি খানের আবেদন খারিজ করেছে, যার ফলে পতৌদি পরিবারের উত্তরাধিকারসূত্রে দাবি করা প্রায় ১৫ হাজার কোটি টাকার একটি বিশাল সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে যাচ্ছে।
ঘটনার শুরু ২০১৪ সাল থেকে। ওই বছর মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি ‘এনেমি প্রোপারটি অ্যাক্ট ১৯৬৮’-এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে। কারণ, নবাবের কন্যা আবিদা সুলতান ১৯৫০ সালে স্থায়ীভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন। এই অবস্থার কারণে ওই সম্পত্তি বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এবং সরকারের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
২০১৫ সালে সাইফ আলি খান এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘ সময় স্থগিতাদেশ থাকলেও ২০২৪ সালের ডিসেম্বর মাসে আদালত সেটি তুলে নেয়। এরপর চলতি বছরের জুলাইয়ে সাইফের আবেদনও বাতিল করে আদালত।
‘শত্রু সম্পত্তি আইন’ মূলত ১৯৪৭ সালের পর থেকে প্রযোজ্য। ভোপাল ছিল এক প্রিন্সলি স্টেট যেখানে শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। তার তিন কন্যার মধ্যে আবিদা সুলতান পাকিস্তানে চলে গিয়েছেন, আর দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান এবং সাইফ আলি খানের দাদার সঙ্গে বিবাহিত হন। এর ফলে সাজিদা ও সাইফ ওই সম্পত্তির বৈধ উত্তরাধিকারী।
২০১৯ সালের এক রায় অনুসারে সাজিদা সুলতান ওই সম্পত্তির বৈধ উত্তরসূরি বলে ঘোষণা করা হয় এবং সাইফেরও সেখানে অংশ রয়েছে। তবে আবিদার পাকিস্তানে থাকার কারণে সরকার সম্পত্তিটিকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে।
এখন দেখার বিষয়, এই বিরাট সম্পত্তির ভবিষ্যৎ কী হবে এবং সাইফ আলি খান এর জন্য কোন আইনি পদক্ষেপ নেন কি না।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News