ছবি সংগৃহীত
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ঈদুল ফিতরে ফিরছেন নতুন এক চমক নিয়ে। ২০২৬ সালের এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত নতুন সিনেমা, যার মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনায় প্রথমবারের মতো নাম লেখাচ্ছেন শিরিন সুলতানা। তাঁর প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ এর ব্যানারে নির্মিত হবে ছবিটি।
পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ, যিনি নিজেও এই সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য পরিচালনায় অভিষেক করতে যাচ্ছেন। আর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
এই সিনেমা নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ দারুণ উচ্ছ্বসিত। এক ভিডিও বার্তায় তিনি বলেন—
“বাংলাদেশের প্রতিটি পরিচালকের স্বপ্ন থাকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানো। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, আমার প্রথম চলচ্চিত্রে শাকিব খানকে পেয়েছি। সবার দোয়া চাই যেন এই কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি।”
তিনি আরও জানান, সিনেমাটিকে আন্তর্জাতিক মানে উপস্থাপনের জন্য দেশের বাইরেই সেট তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। তাঁর ভাষায়,
“আমরা ছবিটা লাক্সারি স্কেলে ভাবছি। দেশে টেকনিক্যাল সীমাবদ্ধতা থাকায় দেশের বাইরে সেট ফেলে গল্পটা আরও বড় করে দেখাতে চাই।”
প্রথমবারের মতো সিনেমা প্রযোজনা করতে গিয়ে শাকিব খানকে নিয়েই কাজ শুরু করতে পারা, শিরিন সুলতানার জন্য এক বিশাল প্রাপ্তি। তিনি বলেন—
“আমার প্রথম ছবি মানেই হচ্ছে মেগাস্টার শাকিব খান। এটা ভাবতেই অন্যরকম অনুভূতি কাজ করছে। একজন নতুন প্রযোজক হিসেবে এমন একজন তারকাকে নিয়ে কাজ করতে পারাটা সত্যিই দারুণ সৌভাগ্যের।”
“শাকিব খান মানেই হিট সিনেমা। তাঁর সাধনা, অভিজ্ঞতা, পরিশ্রম তাঁকে আজকের অবস্থানে এনেছে। আর আমাদের ছবির গল্পের সঙ্গে তাঁকেই সবচেয়ে ভালো মানায়। তাই কোনো দ্বিধা ছাড়াই তাঁকে বেছে নিয়েছি।”
সাম্প্রতিক সময়ে দেশীয় সিনেমায় দর্শকদের নতুন করে হলে ফেরাতে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন শাকিব খান। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে বরাবরই দর্শক ও প্রযোজকদের মধ্যে বাড়তি আগ্রহ থাকে।
এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয়। প্রযোজক ও পরিচালকের মতে, গল্প ও নির্মাণশৈলীতে এই ছবিতে দর্শক পাবেন নতুন স্বাদ। আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ছবিটির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News