ছবি সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে অনেকেই ‘মেগাস্টার’ উপাধিতে সম্বোধন করেন। দুই দশকের বেশি সময় ধরে শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি বাংলা সিনেমার এক প্রখ্যাত নাম হয়ে উঠেছেন। ঈদের সিনেমা জগতে তার ‘তাণ্ডব’ এখনো আলোচনার কেন্দ্রে।
কিন্তু এবার ‘মেগাস্টার’ শব্দটি নিয়ে আপত্তি তুলেছেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসান। ঈদে মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘উৎসব’ ব্যবসায় শাকিব খানের ‘তাণ্ডব’ কে কিছু ক্ষেত্রে ছাপিয়ে যাওয়ার পর জাহিদ বলেন, “‘মেগাস্টার’ শব্দটা শুধু শাকিব খানের জন্য ব্যবহার করা হয়, অন্যদের ‘চিত্রনায়ক’ বলা হয়। কেন এই পার্থক্য করা হয়, বুঝি না। একজনই তো তিনি — অভিনেতা।”
তিনি আরও জানান, “শেক্সপিয়ারের একটি কথা আছে, ‘কোনো কিছু হওয়া বড় নয়, কোনো কিছু হয়ে থাকা বড়।’ শাকিব খান যতই সিনেমা মুক্তি দেন, সেই সিনেমাগুলো দীর্ঘস্থায়ী হলে তার আসল স্বীকৃতি পাওয়া যায়।”
জাহিদ হাসান বিশ্বাস করেন, ঈদের সময় মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই চলচ্চিত্রের অংশ এবং প্রত্যেকের জন্য সমান গুরুত্বপূর্ণ। “তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র কিংবা ইনসাফ — এগুলো সবার সিনেমা। দর্শক যেন সব সিনেমা দেখেন, আমি তাই চাই,” যোগ করেন তিনি।
শাকিব খানের জনপ্রিয়তা ও সিনেমার ব্যবসায়িক সাফল্যের মধ্যে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে ঢাকাই চলচ্চিত্রের কণ্ঠকষ্ট ও ভাবনার বিষয়। তবে জাহিদের মতামত সিনেমা প্রেক্ষাপটে ‘মেগাস্টার’ উপাধির সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News