ছবি সংগৃহীত
চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নাম ছাড়া প্রায় সময়ই আলোচনার শিরোনামে থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পুরোনো ছবি শেয়ার করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
পুরোনো এই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর থেকেই নানা গুঞ্জন ও প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর আগেও মিষ্টি জান্নাত শাকিবের সঙ্গে বহুবার ছবি শেয়ার করেছেন, যা নিয়ে নেটিজেনদের মাঝে নানা ধরনের আলোচনা এবং চর্চা দেখা যায়।
অনেক নেটিজেন মনে করছেন, হয়তো মিষ্টি জান্নাত আলোচনায় থাকতে ‘নস্টালজিয়া কৌশল’ হিসেবে এই ছবি পোস্ট করছেন। কারণ এর আগেও তিনি জনপ্রিয় অভিনেতা বাপ্পী এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা পুরোনো ছবি প্রকাশ করেছেন।
মাস কয়েক আগে তিনি শাকিবের সঙ্গে বিমান থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে ব্যাপক ভাইরাল হয়েছিলেন। সেই ছবিতে ভক্তদের মধ্যে নানা রকম অনুমান ও মন্তব্য দেখা যায়, কেউ কেউ প্রেমের ইঙ্গিত পর্যন্ত দিয়েছেন। তবে পরে জানা যায়, মিষ্টি নিজেই শাকিবকে পেয়ে সেলফি তুলেছিলেন এবং তা ফেসবুকে প্রকাশ করেছিলেন।
এই ধরণের কর্মকাণ্ড নিয়ে শাকিবের ভক্তদের মধ্যে ক্ষোভও লক্ষ করা গেছে। তারা মনে করছেন, মিষ্টি শাকিবের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় থাকতে চান। তবে অন্যদিকে মিষ্টি জান্নাতের ভক্তরা সহশিল্পীর সঙ্গে পুরোনো ছবি শেয়ার করাকে স্বাভাবিক বিষয় মনে করছেন।
গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল, যেখানে শোনা যায় পরিবারের পছন্দ ছিল একজন চিকিৎসক। সে সময়ে মিষ্টি জান্নাতকেও পাত্রী হিসেবে যুক্ত করা হয়েছিল গুঞ্জনে। মিষ্টি তখন ‘হলেও হতে পারে, দেখা যাক’ মন্তব্য করে বিষয়টিকে ধোঁয়াশায় রেখেছিলেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করা মিষ্টি জান্নাত এখনো নিয়মিত সিনেমায় কাজ করছেন এবং পাশাপাশি ব্যবসায়ও যুক্ত আছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News