ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 03:30 AM, 05 July 2025.
Digital Solutions Ltd

মুম্বাইয়ে ফ্ল্যাট কিনছেন দেব-রুক্মিণী

Publish : 03:30 AM, 05 July 2025.
মুম্বাইয়ে ফ্ল্যাট কিনছেন দেব-রুক্মিণী

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

টলিউডের আলোচিত জুটি দেব ও রুক্মিণী মৈত্র—তাদের সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। এক দশকের বেশি সময় ধরে গোপন প্রেম, একসঙ্গে কাজ, আবার বিচ্ছেদের গুঞ্জন—সব মিলিয়ে বারবার তারা থেকেছেন সংবাদের শিরোনামে। এবার সব গুঞ্জন সরিয়ে রেখে দেব নিজেই জানালেন, রুক্মিণীর সঙ্গে মুম্বাইয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, “গত ১২ বছর ধরে আমি একটা সম্পর্কে রয়েছি। সেটা নিয়ে কোনোদিন কারও সঙ্গে আলোচনা করিনি, আজও করব না। কে কী বলল, তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।”

এই বক্তব্যে একদিকে যেমন সম্পর্কের গুজবকে উড়িয়ে দিয়েছেন, অন্যদিকে দিয়েছেন নতুন এক চমক—মুম্বাইতে ফ্ল্যাট কেনার প্রস্তুতি নিচ্ছেন দেব ও রুক্মিণী।

মুম্বাইয়ে কেন ফ্ল্যাট?

দেব বলেন, “মাসে অন্তত ১০ দিন আমাকে মুম্বাইতে থাকতে হয়। সিনেমার প্রোমোশন, মিউজিক রাইটস, ফাইট মাস্টার, কালার কারেকশন—সবই এখন ওখানেই হচ্ছে। হোটেলে থাকতে হচ্ছে, সেটা খরচ সাপেক্ষ। তাই ভেবেছি, স্থায়ী একটা জায়গা থাকলে কাজ আরও সহজ হবে।”

এখানেই শেষ নয়, ‘রঘু ডাকাত’ সিনেমার ডলবি অ্যাটমস ও কালার কারেকশনসহ অন্যান্য টেকনিক্যাল কাজও মুম্বাইতে হচ্ছে বলেই জানালেন তিনি। 'প্রজাপতি ২' ছবির মিউজিকও মুম্বাইয়ে মিক্সিং করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

রুক্মিণীর ক্যারিয়ার ও ভবিষ্যত ভাবনা

দেব জানান, “রুক্মিণী ২০২১ সালে ‘সনক’ করার পর থেকেই মুম্বাই যাওয়া-আসা করছে, অডিশন দিচ্ছে। ওর অনেক আগে থেকেই বলিউডে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু একা সাহস পাচ্ছিল না। আমি মনে করি, ও জাতীয় স্তরের অভিনেত্রী। আমি যদি ওকে ঠেলে না দিই, তাহলে সেটা ওর প্রতি অবিচার হবে।”

এই বক্তব্যে বোঝাই যাচ্ছে, দেব শুধু একজন প্রেমিকই নন, একজন সহায়ক সঙ্গীও। এবং তাদের ভবিষ্যতের পথপরিক্রমায় এবার মুম্বাই-ই হতে চলেছে নতুন ঠিকানা।

বলিউডে পা রাখার ইঙ্গিত?

টলিউডের দেব এর আগে হিন্দি প্রজেক্টে কাজ করলেও মূলধারায় নিয়মিত হননি। তবে এবার বলিউডে কাজের সংখ্যাও বাড়ছে। টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ-এর মতো দেবও এবার কি বলিউডের স্থায়ী সদস্য হতে চলেছেন? সময়ই দেবে উত্তর।

তবে এটা নিশ্চিত, দেব-রুক্মিণীর সম্পর্ক এবং ক্যারিয়ার—দুটোই এখন পরিণতির পথে এগোচ্ছে এক দৃঢ় ও পরিকল্পিত ছন্দে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়