ছবি সংগৃহীত
বলিউড তারকাদের সঙ্গে অপরাধ জগত বা ‘আন্ডারওয়ার্ল্ড’-এর যোগসূত্র নিয়ে দীর্ঘদিন ধরেই চলে আসছে নানা গুঞ্জন। একসময় শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্তসহ বহু তারকার নাম উঠে আসে এই অন্ধকার জগতের সাথেও। এবার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, ৯০ দশকের শেষ দিকে তাকে আন্ডারওয়ার্ল্ডের একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। বলা হয়, এটি সম্ভবত দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তাকে সরাসরি প্রস্তাব দেওয়া হয় এবং দেখা করে বলা হয়, “তুমি এই পার্টিতে এলেই হবে।”
কিন্তু সোজাসাপ্টা জবাব দেন আমির। অভিনেতার ভাষায়, “আমি তখনই বলি, জোর করে নিতে পারলে নিয়ে যান, কিন্তু আমি স্বেচ্ছায় যাব না।”
এই সিদ্ধান্তের জন্য তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভনও দেখানো হয়। আমির বলেন, “ওরা বলেছিল, তুমি যত টাকা চাও, আমরা দেবো। তোমাকে কাজ পাইয়ে দেব, সুযোগ করে দেব। কিন্তু আমি স্পষ্ট না করে দিই, আমি এই প্রস্তাবে রাজি না।”
আমন্ত্রণকারীদের উদ্দেশ্যে আমির সাফ বলেন, “আপনারা তো শক্তিশালী মানুষ। আপনি যদি হাত-পা বেঁধে নিয়ে যেতে চান, পারেন। কিন্তু নিজের পায়ে আমি যাব না।” তার এই অটল সিদ্ধান্ত আজও অনেক ভক্তের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে আছে।
এই ঘটনা ফের প্রমাণ করে, আমির খান শুধু পর্দার নয়, বাস্তব জীবনেও এক ‘পারফেকশনিস্ট’ এবং নীতিনিষ্ঠ শিল্পী। বলিউডের ইতিহাসে যখন অনেকেই নানা সময় গা ভাসিয়েছেন আন্ডারওয়ার্ল্ডের চাপ কিংবা সুযোগের কাছে, সেখানে আমির খান নিজস্ব অবস্থান বজায় রেখে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিশ্লেষকদের মতে, ৯০-এর দশক ছিল বলিউডে আন্ডারওয়ার্ল্ডের হস্তক্ষেপের সর্বোচ্চ সময়। তখন বহু সিনেমা ও শিল্পী সরাসরি প্রভাবিত ছিলেন অপরাধ জগতের নির্দেশে। আমির খানের মতো তারকারা সেই ধারা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারাটা নিঃসন্দেহে প্রশংসনীয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News