ছবি সংগৃহীত
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-র ‘রাঙা কাম্মা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের একটি রাস্তায়।
খন্দকার থানার পুলিশের সহযোগিতায় এবং স্থানীয়দের সহায়তায় বর্তমানে তিনি বর্ধমানের একটি মিশনারিজ অফ চ্যারিটিতে আশ্রয়ে রয়েছেন।
জানা গেছে, সুমি গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজে, এলোমেলো পোশাকে রাস্তায় ঘুরছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা তার সঙ্গে কথা বলেন। নিজের নাম বললেও, স্থায়ী ঠিকানা বা পরিচিতদের সম্পর্কে বিভ্রান্তিকর ও অসংলগ্ন উত্তর দিতে থাকেন তিনি।
পরবর্তীতে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক পর্যবেক্ষণের পর মানসিক ভারসাম্য হারানোর প্রমাণ পেয়ে তাকে একটি নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়।
এক সময়ের নিয়মিত ছোট পর্দা এবং মঞ্চ নাটকের পরিচিত মুখ সুমি হর চৌধুরী। অভিনয় ছাড়াও তিনি নাট্যদল ও সংস্কৃতি চর্চায় যুক্ত ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতেও তাকে একটি নাট্যদলের সঙ্গে কাজ করতে দেখা গেছে।
তবে এরপর থেকেই ধীরে ধীরে তিনি আড়ালে চলে যান।
তার পরিবার বলতে রয়েছে একমাত্র মেয়ে, যার সঙ্গে সুমির যোগাযোগ বহু আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। মায়ের সঙ্গেও সম্পর্ক ছিন্ন। ইন্ডাস্ট্রিতে তেমন ঘনিষ্ঠ বন্ধুত্বও ছিল না তার, ফলে কেউ তার খোঁজও রাখছিলেন না।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, সুমি মাদকে আসক্ত হয়ে থাকতে পারেন, যদিও পুলিশ বা চিকিৎসা সূত্রে এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এই ঘটনার পর বিনোদন দুনিয়ায় উঠেছে নানা প্রশ্ন—
একজন শিল্পী যখন পর্দায় থাকেন, তখন চারপাশ আলোয় ভরে থাকে। কিন্তু যখন আলো নিভে যায়, তখন কি শিল্পীরা একা হয়ে যান?
কাজ না থাকলেই কি হারিয়ে যেতে হয় পরিচয়ের বৃত্ত থেকে?
সুমির ঘটনা আবারও তুলে ধরল ইন্ডাস্ট্রির সেই অদৃশ্য অন্ধকার দিক, যেখানে ব্যক্তিগত জীবনের ভারে ভেঙে পড়েন বহু শিল্পী। কেউ হতাশায় ভুগছেন, কেউ মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন, কেউ আবার নিঃশব্দে হারিয়ে যাচ্ছেন জনমানুষের চোখ থেকে।
এই বিষয়ে এক নাট্যপরিচালক মন্তব্য করেন, “আমাদের সমাজে শিল্পীদের নিয়ে যতটা উচ্ছ্বাস থাকে, তাদের সংকটে ততটাই নীরবতা। সুমির মতো প্রতিভাবান একজন মানুষ এভাবে হারিয়ে যাওয়া আমাদের ব্যর্থতাও।”
সুমি বর্তমানে শারীরিকভাবে সুস্থ থাকলেও, মানসিক পুনর্বাসন প্রয়োজন বলে জানিয়েছেন আশ্রয়স্থলের দায়িত্বপ্রাপ্তরা।
পুলিশ জানিয়েছে, তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কেউ দায়িত্ব নিতে চাইলে আইনি সহায়তায় হস্তক্ষেপ করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News